নাচোলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, নাচোলের ইসলামপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মজিবর রহমান আব্বাস (৪০) ও খোলসী এলাকার মৃত কলিমুদ্দীনের ছেলে জিল্লুর রহমান ( ৮০)।
সোমবার সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্লান্টের সামনে ও ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে মজিবর রহমান মোটর সাইকেল যোগে নাচোল হতে রহনপুর যাওয়ার পথে কসবার চন্দ্রনা পাওয়ার প্লান্ট এলাকায় একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলের চালক পড়ে গেলে তার উপর দিয়ে ট্রাক চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর এলাকায় রাস্তার পারাপারের সময় জিল্লুর রহমান নামে এক বৃদ্ধাকে অজ্ঞাত একটি মোটর সাইকেলে ধাক্কা দিলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইন গত ব্যবস্থা নিয়ে দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি মিন্টু রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জুন, ২০২৩