চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার  সকাল সাড়ে ১০টায় বারঘরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বারঘরিয়া গোল চত্বর প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ কাগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) আফিয়া রহমান,  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্যাপন র‌্যালি কমিটির আহŸায়ক ও চিফ ইন্সট্রাক্টর টেক/আরএসি) মো. আব্দুল মালেকসহ চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, স্বল্প মেয়াদি কোর্সের প্রতিষ্ঠান প্রধানসহ জেলার বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
র‌্যালিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ জুন, ২০২৩