চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাল গাছ রোপন, র্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। 'প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যেন্দ্র নাথ সরকার।
সভায় প্লাস্টিক ব্যবহারের ঝুঁকির দিক তুলে ধরে ক্ষতিকর এই প্লাস্টিকের ব্যবহার কমানোর তাগিদ দেন বক্তারা।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত নিয়ন্ত্রণে ৪০০ তাল গাছের চারা রোপন করা হয়। সদর উপজেলার চৌহদ্দীটোলা ও কালুপুর রোডের দুপাশে এসব চারা রোপণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম, উপসহকারী কৃষি অফিসার জিয়াউর রহমানসহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুন, ২০২৩