চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে ভোলাহাট উপজেলার  চামুচা গ্রামের মাঠে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে। 
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)' র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী দেশ ভারত হতে ভোলাহাটের চামুচা সীমান্ত দিয়ে চোরাকারবারীরা বিপুল পরিমান ইয়াবা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটলিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের মাঠের ভিতরে ওঁৎ পেতে থাকে। এ সময় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
অভিযানে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নেতৃত্ব দেন। 
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মে, ২০২৩