চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী অনুষ্ঠিত


রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সুবিধা বঞ্ছিত ও হয়রানীর শিকার নাগরিকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মো. জহুরুল হক। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, রাজশাহী বিভাগে পরিচালক কামরুল আহসান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ, রাজশাহী দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মনিরুজ্জামান।
গণশুনানীতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা গ্রহণকালে হয়রানির শিকার ও সেবা বঞ্ছিত সাধারণ মানুষ তাদের অভিযোগ তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মুল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নাগরিকরা অংশ গ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ মে, ২০২৩