চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ কেজি হেরোইন উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার তাহাখানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইন উদ্ধার করে। 
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া জানান, রাতে বিজিবির একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের  অভ্যন্তরে শিবগঞ্জে তাহাখানা নামক স্থানে অভিযান চালায়। অভিযানকাল ২জন মোটরসাইকেল আরোহীকে দেখে বিজিবি টহলদলের সন্দেহ হয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন ৫ কেজি হেরোইন উদ্ধার  করা হয়।
 সীমান্ত এলাকায় এ যাবত কালের মাদকের এটি বড় চালান উল্লেখ করে অধিনায়ক আরো জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
 এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ মে, ২০২৩