শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
এ উপলক্ষে শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবলুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেনÑ বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল আলী ও উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা সংসদের সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন জীবন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন।
উদ্বোধনী অনুষ্ঠানে আজাইপুর পোল্লাডাঙ্গা গ্রামের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এই ভবনের প্রত্যাশী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সদর। এই ভবন নির্মাণে চুক্তিমূল্য ধরা হয় ১ কোটি ২ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ মে, ২০২৩