চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত



কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাকিউল ইসলাম সাকিলে  উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে শহরের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, জেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাকিউল ইসলাম শাকিল। 
সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।