চাঁপাইনবাবগঞ্জে ৭৫টি ভারতীয় শাড়ী উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে ৭৫টি ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
সোমবার রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা) বারঘরিয়া বিজিবির চেকপোস্টে দায়িত্বরত টহলদল তলাশি করে ৭৫টি ভারতীয় শাড়ি উদ্ধার করে। 
৫৩ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চেকপোস্ট এলাকায় সন্দেহজনক সিএনজি চালিত একটি যানবাহন তল্লাশি করলে বৈধ পাসপোর্টধারী ২ জন ভারতীয় নাগরিকের নিকটে থাকা একাধিক ব্যাগে বহনকৃত বৈধ অনুমোদনের কাগজপত্র ব্যতীত ৭৫টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। শাড়িগুলো বৈধ অনুমোদনের কাগজপত্র ব্যতীত বহনের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ভারতীয় নাগরিকগণ জানান তারা অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে শাড়িগুলো বিক্রয়ের জন্য বাংলাদেশে নিয়ে এসেছেন। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার অভিযোগে বিজিবি টহলদল শাড়িগুলো জব্দ করে এবং প্রচলিত নিয়মানুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ মে, ২০২৩