চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। এছাড়াও বিজিবির পৃথক আরো দু’টি অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এই তিনটি অভিযানে কাউকে আটক করাতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া, তেলকুপি ও আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮ হাজার পিস ইয়াবা, ১ কেজি হেরোইন ও ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ এপ্রিল, ২০২৩