শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ বীর মুক্তিযোদ্ধা আহত



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। তারে মধ্যে দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট হলমোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। 
আহত ৩ জন বীর মুক্তিযোদ্ধারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লার আলাউদ্দিন আলি (৭৩), পৌর এলাকার বেলে পুকুর মহল্লার একরামুল হক ও সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের শওকাত আলী।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকমল চন্দ্র দেবনা বলেন, আহত ৩ জন বীর মুক্তিযোদ্ধা সিএসজিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই সিএনজির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় তারা তিনজন আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত তিনজন বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন, তবে আলাউদ্দিন আলি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বিকালেই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ এপ্রিল, ২০২৩