চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে জয়নাবা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতু জয়নাবা ওই গ্রামের বাদরুল ইসলামের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিনার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বালতির পানিতে ডুবে যায় ১৫ মাস বয়সী শিশু জয়নাবা । পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থ নিয়ে পরিবার কাছে মযদেহ হস্তাস্তন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ এপ্রিল, ২০২৩