চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসুচি


বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনার মোড় এলাকায় আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, হায়াত- উদৌলা ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য গনি হামিদ চৌধুরী, ইয়াজদানী আলিম আল রাজি জর্জ, আবু তাহের খোকন, বিএনপি নেতা মবিনুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান।
অবস্থান কর্মসুচি থেকে বর্তমান সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দাবি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ এপ্রিল, ২০২৩