চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২কেজি হেরোইন ও ৫৮ হাজার পিস ভারতীয় ঔষধ (ডেক্সামেথাসোন ট্যাবলেট) উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার রাতে শিবগঞ্জে পিরোজপুর ও পারচৌকা রাঘব বাটি বিল নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিজিবির নিজেদের তথ্যের ভিত্তিতে রাতে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজিবির অপর অভিযানে চৌকা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৫/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা রাঘব বাটিবিল নামক স্থান থেকে মালিকবিহীন ৫৮ হাজার পিস ভারতীয় ঔষধ (ডেক্সামেথাসোন ট্যাবলেট) উদ্ধার করা করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ এপ্রিল, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ কেজি হেরোইন ও ৫৮ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার