নাচোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্টরের ধাক্কায় শিহাব (১৬) নামে এক সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে নাচোল নিজামপুর বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিহাব নাচোলের অমৃতপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শিহাব নিজামপুর বাজার থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল। পথে নিজামপুর বাজারে
আমনুরাগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ এপ্রিল, ২০২৩