গোমস্তাপুরে নৈশকোচ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশকোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ১০জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মিশন মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত বাসযাত্রীদের অধিকাংশের বাড়ি ভোলাহাট উপজেলায়। আহতদের মধ্যে ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান জানান, রাতে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী এন্টার প্রাইজের একটি নৈশকোচ রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মিশন মোড় এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ নৈশকোচের ১০ জন যাত্রী আহত হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। গুরুত্বর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ, ২০২৩