শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত



চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (২৫) নামে একজন নিহত হয়েছে।  এ ঘটনায় তার বাবা জাহির উদ্দিন (৫৬) আহত হয়। নিহতের বাড়ি শিবগঞ্জের ভোলামারী গ্রামে।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান,  বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা- ছেলে। এ সময় সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাক শিবগঞ্জে মুসলিমপুর এলাকায় এলে পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দিলে আব্দুল আলীম নামে একজন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় তার সাথে থাকা বাবা জাহির উদ্দিন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি আরো জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ট্রাক ও চালককে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ, ২০২৩