শিবগঞ্জে পেঁয়াজের ট্রাকে ফেনসিডিল


চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ বাহী ট্রাক থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় ১৪ হাজার ৫শ’ ৫০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়।
আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জে বালিয়াদিঘীর গ্রামের লাল মোহাম্মদের ছেলে ও ট্রাক ড্রাইভার নাদিম হোসেন (১৭)।
সোমবার রাতে শিবগঞ্জে সোনামসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এছাড়াও বিজিবির অপর দু’টি অভিযানে চৌকা সীমান্তে ৭শ’৬৭ পিস ইয়াবা ও  শিয়ালমারা সীমান্তে ৪৮ বোতল
ফেনসিডিল উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির সামনে ১টি বাংলাদেশী ট্রাকে তল্লাশী চালানো হয়। পরে ট্রাক চালকের বসার পিছনের সিট থেকে ৪৯ বোতল ফেন্সিডিল ও ১৪ হাজার ৫৫০ কেজি পেঁয়াজসহ  
নাদিম হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য, পেঁয়াজ, ট্রাক ও আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মঙ্গলবার রাতে বিজিবি’র অপর অভিযানে  শিয়ালমারা বিওপির ঈদগাহ আমবাগান নামক স্থান থেকে মালিকবিহীন ৪৮ বোতল ফেন্সিডিল ও চৗকা বিওপির নামাটোলা মাঠ নামক স্থান থেকে  মালিকবিহীন ৭শ’ ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ দু’টি ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ মার্চ, ২০২৩