চাঁপাইনবাবগঞ্জে ১৫২ কেজি হোরোইনসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে আটক হওয়া ৬ লাখ ৪৩ হাজার ৪৩৭ পিস ইয়াবা ও ১৫২ কেজি হোরোইনসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বিজিবি’র তিনটি ব্যাটালিয়নের হাতে আটক হওয়া মাদক গুলো ধ্বংস করা হয়।  
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন মাঠে সাড়ে ৫৮ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংসকরন কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি’র রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডর কর্ণেল আনোয়ার লতিফ খান, ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাহিদ হোসেন, ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আমির হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,  র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান খানসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ধ্বংসকৃত মাদক দ্রব্য গুলোর মধ্যে রয়েছে, ১৫২ কেজি ৫৪৪ গ্রাম হেরোইন, ১ লাখ ২১ হাজার ৫৯৫ বোতল ফেন্সিডিল, ৬ লাখ ৪৩ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ২ হাজার ৩২১ বোতল বিদেশী মদ, ১ হাজার ৭৪৫ বোতল দেশী মদ, ১৪০ লিটার মদ তৈরীর উপকরণ, ৪০৭ কেজি গাঁজা, ২ লাখ ৮হাজার ৩৭৮টি প্যাকেট পাতার বিড়ি, ৯০৫ কেজি বিড়ির পাতার গুড়া, ৭৮৩ কেজি বিড়ির মসলা, ১ হাজার ৩৫৩ কেজি বিড়ির পাতা, ৫০৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮ হাজার ৬৩৪টি নেশাজাতীয় ইনজেকশন, ২২১ কেজি তামাক পাতা।
বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়ন, ৫৯ ব্যাটালিয়ন ও রাজশাহীর ১ ব্যাটালিয়ন ২০১৯ সালের ০১ নভেম্বর থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই মাদক দ্রব্যগুলো আটক করেছিল।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ মার্চ, ২০২৩