'স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. কবির উদ্দিন আহমেদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, তসিকুল ইসলাম বাবুল, ডেইরি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, উদ্যোক্তা রাকিবুল ইসলাম বাবু, শরিফা খাতুন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ সদর আয়োজিত এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলায় ৪৮ টি স্টলে বিভিন্ন ধরণের প্রাণী ও পাখি প্রদর্শিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত