চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার নারীর নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার চামাগ্রাম এলাকায় এক দুর্ঘটনায় প্রাণ হারায় ওই বৃদ্ধা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রাতে রাস্তা পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদগামী একটি ট্রাক ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই বৃদ্ধা গুরতর জখম হলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে কাজ চলছে এছাড়াও ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে বাহনটি আটক কটা সম্ভব হয়নি বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মার্চ, ২০২৩