চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর ও রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ৭৭ বোতল ফেনসিডিল ও ১ বোতল বাংলা মদসহ ১ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ও মঙ্গলবার বিকালে ওই দুই সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধীনস্থ জহুরপুর বিওপির একটি টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরভুবনপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম ভারতীয় হেরোইন, ৭৭ বোতল ফেনসিডিল ও ১ বোতল বাংলা মদসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনসহ ১ জন আটক