চাঁপাইনবাবগঞ্জে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিশুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) পাপিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, জেল সুপার মজিবুর রহমান মজুমদার। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ গ্রহন করে।
সভায়, ১৯৭১ সালে ২৫ শে মার্চ গণহত্যার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত