চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের চারজনকে আটক করেছে র্যাব। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা কল্যানপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কল্যাণপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে রায়হান আলী (২৮) একই এলাকার জাক্কার আলীর ছেলে নাহিদ হাসান (২৬), সেলিম শেখের ছেলে ফজর শেখ(১৯) ও শহরের লাখেরাজপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে রাতুল ইসলাম(২০)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। গোপন সংবাদের ভিত্তিতে রাতে নয়াগোলা হাট (কল্যানপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চুরি ছিনতাই সহ বিভিন্ন কুকর্ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাদের চিহ্নিত করে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১ টি ক্ষুর, প্লাষ্টিকের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু, ২ গ্রাম ও গাঁজা সেবনের কলকি উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ চারজন আটক