চাঁপাইনবাবগঞ্জের দু’টি সংসদীয় আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে, ককটেল বিষ্ফোরনের ঘটনার মধ্যেদিয়ে ভোট গ্রহন শেষ হয়েছে। দুপুরে জেলা শহরের শান্তিমোড়-বাতেন খাঁ মোড়ে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে হয়। এই সময় ৩জন আহত হয়। এছাড়াও বিকালে শহরের সোনার মোড়ে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে র্যাব ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে র্যাব ।
এর আগে ওই কেন্দ্রের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। পরে সেখোন থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
জানা যায়, পুর্বের উত্তেজনার জের ধরে বিকেলে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক এক পর্যায়ে সংঘর্ষে রূপ নে। সংঘর্ষ চলাকালে দু’টি ককটেলও বিষ্ফোরণ ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে আইন-শৃঙ্খলাবাহিনী।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, র্যাবের একটি টহল টিম জেলা আদর্শ স্কুলের কাছে আসার সময় দুর্বৃত্তরা তাঁদের গাড়ী ল করে ইট ও ককটেল নিপে করে। হামলা থেকে বাঁচতে প্রায় ২০ রাউন্ড রাউন্ড গুলি ছোড়া হয়।
প্রত্য দর্শীরা জানিয়েছে; সংঘর্ষকালে আব্দুল ওদুদের কর্মীরা বাতেন খাঁ মোড় ও লিটনের কর্মী সমর্থকরা শান্তি মোড়ে অবস্থান নিয়ে ইট পাটকেল নিপে করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফাইজার রহমান কনক বলেন, তাঁদের কয়েকজন নেতা কর্মী মোটরসাইকেলযোগে মাঝপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় তাঁদের উপর অতর্কিত হামলা চালায় আপেল প্রতীকের সমর্থকরা। এতে নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক শ্রী গোবিন্দ চ্যাটার্জি আহত হয়।
এদিকে দুপুর বেলায় রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি ককটেল বিষ্ফোরণর ঘটায় দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটে। এই খবরটি নিশ্চিত করেছেন ওই আসনের প্রিজাইডিং কর্মকর্তা সফিকুল আলম।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ নির্বাচনে ৩৫২টি কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম, ছিলনা উৎসব মুখর পরিবেশ।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন ভোটার ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন ভোটার।
উপ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার ৮০০ পুলিশ সদস্যসহ র ্যাবের ১৮ টি টিম, ১৩ প্লাটুন বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ ফেব্রুয়ারি, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষ, ৬টি ককটেল বিষ্ফোরণ