চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিলন আলী নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডের আদেশ দেন আদালত।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মোহাঃ আদীব আলী রায় ঘোষণা করেন। মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উত্তর উজিরপুর গ্রামের কেতাবুর আলীর ছেলে।
পিপি নাজমুল আজম বলেন, ২০১৯ সালের ৩ আগষ্ট দুপুরে শিবগঞ্জের জোতবিনোদ এলাকায় র‌্যাবের হাতে ১৩,২০৫ পিস পিস ইয়াবাসহ আটক হয় মিলন। এ ঘটনায় ওইদিন মিলনকে ্ আসামী করে মামলা করেন র‌্যাব-৫ ক্যাম্পের পুলিশ পরিদর্শক জহুরুল হক। শিবগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম ২০১৯ সালের  ২৫ সেপ্টেম্বর মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩