সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রনয়নসহ ৭ দফা দাবিতে মানববন্ধন


সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের পাঠ্য পুস্তক প্রনয়নসহ ৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামসহ ক্ষুদ্রজাতিসত্বার কয়েকটি সংগঠন। 
শুক্রবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজে পাশে  বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 
ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি লুইস টুডু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রমসহ অনান্যরা। 
২০২৩ সালের মধ্যে সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের পাঠ্য পুস্তক প্রনয়ন, প্রতিটি জেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠা ও আদিবাসীদের মধ্যে থেকে প্রতিনিধি ও কর্মকর্তা নিয়োগ করা, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারি উদ্যোগ ও পৃথক বরাদ্দ দেয়া, টেলিভিশন, বেতার ও অনান্য গনমাধ্যমে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি তুলে ধরা ও আদীবাসীদের অংশগ্রহন নিশ্চিত করা, আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করার   দাবি জানানো হয় মানববন্ধনে। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদন / ১৭ ফেব্রুয়ারি,২০২৩