শিবগঞ্জে জুয়া খেলার দায়ে ১১ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়া খেলার দায়ে ১১জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে কানসাট হঠাৎ পাড়ার একটি পরিত্যাক্ত টিনসেড ঘরের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শিবগঞ্জের হাজার বিঘি গ্রামের দুরুল হুদা (৪৫), আব্বাস বাজারের নুরুল খা (৫২),  রিপন আলী (৩৫), দেওয়ান জায়গীর গ্রামের মনিরুল ইসলাম (৪০), কানসাট গোপাল নগরের বেল্টু আলী (৪৭), কানসাট বহলাবাড়ী’র ইব্রাহিম আলী (৩৭) একই এলাকার তহিরুল ইসলাম (৩৫), বালিয়াদিঘী গ্রামের শাহাদাত হোসেন (৩৬), কানসাট হঠাৎপাড়ার খবির খান (৫০), কানসাট কাঠগড় এলাকার আসাদুজ্জামান (৪৬) ও বিশ^নাথপুর গ্রামের মোখলেছুর রহমান বাবু (৩৫)।
র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জের কানসাট হঠাৎ পাড়াস্থ মোঃ বশির আলীর বসত বাড়ীর দক্ষিণ দিকে একটি পরিত্যাক্ত টিনসেড বিল্ডিং ঘরের মধ্যে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার দায়ে ১১ জনকে আটক করা হয়। অভিযানকালে নগদ ১ লাখ ১৫ হাজার ৯শ’ ৭০ টাকাসহ ১২ সেট জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জানুয়ারী, ২০২৩