প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ও আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ দু’টি আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনী যোহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ্ জালাল মুকুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনক।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায়, আগামী পহেলা ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ দু’টি আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা