শিবগঞ্জে সাব-রেজিস্ট্রারের ওপর হামলা, দেশব্যাপী কর্মবিরতি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে পিটিয়ে আহত করেছেন সেবাগ্রহীতারা। গতকাল মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রি কার্যালয় গুলোতে কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এস.এম শফিউল বারী’র স্বারিত এক বিজ্ঞপ্তির প্রেেিত কর্মবিরতি পালন করেন ওই দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারিরা।
ওই পত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়; ঘটনার দিন বেলা তিনটার দিকে অফিস কে সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়াও তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। ইউএনওর উস্কানী ও নির্দেশে দুষ্কৃতকারী হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ইউসুফ আলীকে মারাত্মকভাবে আহত করে। এমন ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন সারা দেশের জেলা রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রি কার্যালয় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করবে।
এদিকে অভিযোগের বিষয়ে শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত বলেন; ‘মঙ্গলবার দুপুরে একটি মানবিক কারণে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর সাথে কথা বলতে যায়। এই সময় আমার সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়্যারম্যান ছিলেন। ওই সময়ে আমার সাথে সাবরেজিস্ট্রার ইউসুফ আলী এ সময় অসৌজন্যমূলক আচরণ করেন। আমি এর প্রতিবাদ করি। এ ঘটনা ঘটে বেলা একটা থেকে দেড়টার মধ্যে। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর (সাবরেজিস্ট্রার) ওপর হামলার ঘটনা ঘটে। আমি এর সাথে জড়িত নই।’
আবুল হায়াত আরোও বলেন; ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে কিছু মানুষ তর্কাতর্কির এক পর্যায়ে মারধর শুরু করে ইউসুফ আলীকে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগে ইউসুফ আলীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়সহ, সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগ রয়েছে। গত নভেম্বর মাসে উপজেলা সমন্বয় কমিটির সভায় তাকে ডেকে সতর্কও করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি শুধরাইনি।’
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার আফছানা বেগম জানান, ‘উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে তার কার্যালয়ের এজলাস কক্ষে কতিপয় দুস্কৃতিকারী মারধর ও শারিরীকভাবে লাঞ্ছিত করে। এ সময় অফিসের লোকজন তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পর, চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সরকারি কর্মকর্তাকে তার অফিসে মারধোরের ঘটনার প্রতিবাদে বুধবার জেলার সবকয়টি উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসে কোন কাজ-কর্ম হয়নি।’  

বুধবার বিকেল পর্যন্ত শিবগঞ্জ থানায় এই বিষয়ে কোন অভিযোগও দায়ের করা হয়নি বলেও জানান ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ জানুয়ারী, ২০২৩