শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহবুব (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে এই দুর্ঘটনা ঘটে । নিহত ব্যাক্তি শিবগঞ্জের কুমার পাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন; মাহবুব মোটরসাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসাট যাওয়ার সময় পিছন দিক থেকে যাত্রীবাহী বাসের (ন্যাশনাল ট্রাভেল) ধাক্কা দিলে ঘটনাসস্থলেই তিনি মারা যান।
ওসি আরও বলেন; ঘটনার পরপরই পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।এই সময় বাসের চালক দ্রুত শটকে পড়ে। আইনানুগ ব্যবস্থ্যা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ জানুয়ারী, ২০২৩