চাঁপাইনবাবগঞ্জ এস.এস.সি-১৯৮৮ বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত

 
চাঁপাইনবাবগঞ্জ এস.এস.সি-১৯৮৮ ‘বন্ধু মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের আয়াজন শুক্রবার জেলা শিল্পকলা একাডমী মিলনায়তন এ মিলন মেলা অনুষ্ঠিত হয়৷ 

‘বন্ধু আমরা ৮৮-সুখ-দুঃখ পাশাপাশি’ এই স্লোগানে এই দিন সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলজ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয় শিল্পকলা একাডমীত গিয়ে শেষ হয়। 

এরপর স্মতিচারণ কর বক্তব্য রাখেন ১৯৮৮ এসএসসি গ্রুপের সদস্যরা। বন্ধু মিলন মেলায় উপস্থিত ছিলেন, কালক্টরট গ্রীন ভিউ উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক রাকসানা আহমদ (হিরা), চাঁপাইনবাবগঞ্জ প্রসক্লাবর সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাংস্কৃতিক কর্মী আমিনুল হক আবির, ব্যাংকার আরিফুর রহমান, সহকারী অধ্যাপক এক আনার, ইমতিয়াজ, শওকত, টিপু, সৈয়দ মাহম্মদ সাইদসহ জেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর ১৯৮৮ সালর এসএসসি ব্যাচর সদস্যরা।

 মধ্যাহ্নর পর আলাপচারিতা ও স্মতিচারণ করেন এই মেলায় অংশ নেওয়া অটাশির বন্ধু-বান্ধবরা। আনন্দ উল্লাস, শৈশবের স্মৃতিচারণ, বন্ধুদের সাথে খোশগল্পে মেতা উঠায় ছিল এই মেলার মুল লক্ষ্য। এই মেলার প্রধান সমন্নয়ক ছিলেন কামরুল হাসান জুয়ল ও সাইফুল ইসলাম তনু। 



চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ জানুয়ারি, ২০২৩