চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কম্বল বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা  প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দারুস সুন্নাত মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার ১শ’ ৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্য মো. মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রভাষক আবু বকর, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানসহ অন্যরা।
এসময় নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান বলেন-আমাদের প্রধান কাজ হচ্ছে ভবন নির্মাণ করা। কিন্তু আমরাও যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা প্রমান করেছেন আমাদের প্রধান প্রকৌশলী স্যার।
পরে একই জায়গায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের পক্ষ থেকেও কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনটির জেলা উপকেন্দ্রের সম্পাদক প্রকৌশলী রাকিবুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জানুয়ারী, ২০২৩