বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলে সোমবার দুপুরে জেলা ছাত্রদলের ব্যানারে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি র্যালি বের কর হয়। পরে র্যালিটি পাশের মহানন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে আবারো একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন; জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, আলামিন বিশ্বাস, তানভীর মাহমুদ সাকিব, জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিটে নেতাকর্মীরা।
সমাবেশে বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ সব গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও ছাত্র সমাবেশ