চাঁপাইনবাবগঞ্জের উপ-নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা


চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ভোগ গ্রহণ নিয়ে গুরুতর অভিযোগ উঠলে ভোট বন্ধ এমনকি বাতিল করার মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
দেলোয়ার হোসেন বলেন; সম্প্রতি গাইবান্ধার একটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ উঠলে তাৎণিক ভোটগ্রহণ বন্ধ করে, ওই নির্বাচন বালিত করাও হয়েছে। আমরাও সেই হার্ড লাইনে আছি। কোন অভিযোগ পেলে সরজমিন তদন্ত করে তাৎণিক ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে উপ-নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হবে কি-না এমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই নির্বাচন কর্মকর্তা বলেন; ইতোমধ্যে নির্বাচন কমিশনের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।'
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবিরসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা।
প্রসঙ্গত; চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে সম্প্রতি দুজন বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করায় আসন দুটো শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ জানুয়ারী, ২০২৩