চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২ হাজার ইয়াবাসহ ১টি পিস্তল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার ৭শ’ ৫০ পিস ইয়াবাসহ ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বুধবার দিবাগত রাতে শিবগঞ্জের তেলকুপি ও চকপাড়া সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে ইয়াবাসহ  অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি’র নিজেদের তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির নামোচকপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা ও ৩শ’ ৬৪টি নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার করা হয়।


 এ ছাড়াও আরেকটি অভিযানে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলাঘাট নামক স্থানে ৩ জন চোরাকারবারীকে টহল দল ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন জব্দ করা হয়।
এদিকে তেলকুপি বিওপির নায়েক মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৯-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ২ হাজার ৭শ’ ৫০ পিস ইয়াবা  উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্র’র ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জানুয়ারী, ২০২৩