চাঁপাইনবাবগঞ্জে কিশোরীকে অপহরণের অভিযোগে ১ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণরে ৪ দিন পর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ওই কিশোরীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে আব্দুল আলিম (২২) নামে একজনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার নাচোল উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলিম গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ (ঢুলিপাড়া) গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শুক্রবার সকালে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়; গত রবিবার (৮জানুয়ারী) সকালে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরত না আসায় ওই দিন শিবগঞ্জ থানায় তার পরিবার নিখোঁজের অভিযোগ করেন। ওই অভিযোগের এক কপি র্যাবের হাতে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় নাচোলে অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জানুয়ারী, ২০২৩