চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড আব্দুস সামাদ।
সভায় বক্তরা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নির্মমতার কথা, মহান মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যাতে করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।
এর আগে বিকেলে শহরে শ্মশানঘাট এলাকার বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধের নিহতদের শ্রদ্ধা জানানো হয়। সংরতি আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনসহ অন্যরা বক্তৃতা করেন।



এদিকে শিবগঞ্জে উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



অন্যদিকে জেলার গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলে শহীদদের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় রহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একই স্থানে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আজম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ ডিসেম্বর, ২০২২