পুষ্পাঞ্জলি অর্পণে মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদত বার্ষিকী পালন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এ উপলে বুধবার শহরের শেষপ্রান্তে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) পাশে তাঁর শাহাদতস্থলে নির্মিত স্মৃতিসৌধে এসে জড়ো হয় চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহীদ জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন তারা।
মোঃ
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ ডিসেম্বর, ২০২২
শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশলের শ্রদ্ধা নিবেদন