চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি মধ্যচর এলাকায় থেকে সোমবার রাতে ১ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ১ কেজি ৫শ’ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে সদর উপজেলার আলাতুলি মধ্যচর (রুবেলপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৫)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি মধ্যচর (রুবেলপাড়া) এলাকার ফারুক মিয়া’র বসতবাড়ীতে অভিযান চালায়। তার বাড়ির চতুরদিক ঘেরাও করে তল্লাশীকালে খোলা টিনের ছাপড়া ঘর থেকে ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ ডিসেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫শ’ গ্রাম হেরোইনসহ একজন আটক