চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিছন্নকর্মী নিহত



চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কার্তিক চন্দ্র (৩৪) নামে এক পরিছন্নকর্মী নিহত হয়েছে। শুক্রবার ভোর ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 
নিহত কার্তিক চাঁপাইনবাবগঞ্জে গোয়ালবাড়ী এলাকার মৃত দুলাল জামাদারের ছেলে ও নাচোল উপজেলার পরিছন্নকর্মী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, ভোরে কার্তিক মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে আতাহার নয়ানগর মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অপমৃত মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক ১৬ ডিসেম্বর,  ২০২২