শিবগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকা থেকে সোমবার রাতে ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জের নামো চাকপাড়া এলাকার ইলিয়াছ আলীর ছেলে শহিদুল (৪০)।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল  শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ শহিদুলকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ ডিসেম্বর, ২০২২