উত্তরের অন্য জেলার মত চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ


সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, মহাসড়কে অবৈধযান বন্ধসহ  ১০ দফা দাবিতে সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন  ধর্মঘট শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, মহানন্দা বাস টার্মিনালসহ অন্যান্য স্ট্যান্ড থেকে বাস ও ট্রাক চলাচল করছেনা। তবে দুপুরের দিকে কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীরুটসহ জেলার অন্যান্য রুটেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। ভুক্তভোগী যাত্রীদের অটোরিক্সা, মাহেন্দ্রা, সিএনজিতে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের দাবি, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।
তবে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু বলেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই। কারণ এই ১০ দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করে আসছিল  বাসমালিক-শ্রমিকেরা । এই দাবি না মানায় কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ নভেম্বর, ২০২২