চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ ও ইয়াবা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এলাক থেকে বিজিবি’র পৃধক অভিযানে ১৮ বোতল বিদেশী মদ ও ৩ হাজার ৯শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এই দু’ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বুধবার  গভীর রাতে চকপাড়া ও সোনামসজিদ সীমান্তে মাদক গুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর  ব্যাটালিয়ন (৫৯বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে চকপাড়া  বিওপির নায়েক মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৮ বোতল বিদেশী মদ ও ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে আরেক অভিযানে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা নামক স্থানে থেকে মালিকবিহীন ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মদ ও  ইয়াবার ব্যাপারে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ নভেম্বর, ২০২২