চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ১০ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে মঙ্গলবার দুপুরে ১০ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো- আলিম আলী (২৭), দেলোয়ার হোসেন (২৩), মাসুম হোসেন (২৫), বাবলু (৫০), আবুল বাশার (৫২), দ্বীন ইসলাম @ আবু (৫২), জাহাঙ্গীর আলম (৪০), হোসেন (৩০), মিজানুর রহমান (২৮) ও টুটুল (৪০)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিভিন্ন গ্রামের বাসিন্দা।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনালের গণ শৌচাগারের উত্তর পাশের্^ ও হরিপুরের উপশহরের পিলারের স্তুপের উপর পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজা, গ্যাস লাইটা, কাগজের পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ নভেম্বর, ২০২২