চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড়ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোটভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত দুরুল গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।
মামলার নথিসুত্রে ও অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ববিরোধ ছিল। গত ২০১৮ সালের ৪ মার্চ বড়ভাই রশিদ বাড়ির পাশে কাজ করছিল। এ সময় ছোটভাই দুরুল হোদা কুপিয়ে বড়ভাইকে হত্যা করে। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামী করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে ্অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ নভেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন