নাচোলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দূর্ঘটনায় ইসরাফিল (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুরের বকুলতলায় ভুটভুটি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়। নিহত ইসরাফিল রাজশাহীর তানোর উপজেলার বৈদ্যপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, মোটরসাইকেলে করে বকুলতলা বাজার সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার পথে ভুটভুটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ইসরাফিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জাহিদ নামে আরেক আরোহী আহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ নভেম্বর,২০২২