চাঁপাইনবাবগঞ্জে ভটভট-অটোরিকশার সংঘর্ষে শাওন নামের এক ৭ বছরের শিশু নিহত হয়েছে। নিহত শাওন সদর সদর উপজেলার উপরধুমি এলাকার শামসুর রহমানের ছেলে। এ ঘটনায় সুকতারা (৩২) নামে আরেক যাত্রী আহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার মহারাজপুরের ঘোড়াস্টান্ড এলাকার ডোমাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, রাতে সড়কে যাতায়াতের সময় ভটভটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লে নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন চালক। এ সময় অটোরিকশাকে পাশ থেকে আঘাত করলে ভটভটিতে থাকা শাওন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অটো রিকশার সুকতারা নামের আরেক যাত্রী আহত হয়েছেন।
ওসি আরও জানান; ভটভটি এবং অটোরিকশা থানা পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ নভেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত