চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ¦ালানি” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে র‌্যালির  উদ্বোধন করেন সংসদ সদস ফেরদৌসী ইসলাম জেসি।
পরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, সদস্য সচিব ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সংগ্রাম পরিষদের আহবায়ক মেহদী খান।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিা প্রতিষ্ঠানের শিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৮ নভেম্বর, ২০২২