শিবগঞ্জে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজে পয়:নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহসহ নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আড়াই কোটি টাকা ব্যয়ে এ নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী ও গভার্নিং বডির সভাপতি সফিকুল আলম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ নভেম্বর, ২০২২